ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

টিম হোটেলে ফুরফুরে মেজাজে টাইগাররা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭
টিম হোটেলে ফুরফুরে মেজাজে টাইগাররা টিম হোটেলে ফুরফুরে মেজাজে টাইগাররা

কার্ডিফ থেকে: আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর থেকেই পুরো টাইগার শিবির বেশ ফুরফুরে মেজাজে। পরের দিন শনিবার (১০ জুন) সকালে কার্ডিফের টিম হোটেলে গিয়েও টাইগারদের মধ্যে ফুরফুরে ভাব দেখা গেলো।

এদিন মাঠে অনুশীলন ছিল না, ছিল না কোনো পেশাগত কাজের তাড়া। তাই নিজেকে এবং পরিবারকে সময় দেওয়ায় ব্যস্ত ছিল টিম টাইগারস।


  
মাশরাফি, সাকিব, তমিম, মুশফিক, রিয়াদ, মিরাজ, সৌম্য, সাব্বির সবাই দারুণ রিলাক্স। স্ত্রী-কন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সাকিব। স্ত্রী-কন্যাসহ মধ্যাহ্নভোজে গিয়েছেন রিয়াদও।
 
এরইমধ্যে গাড়ি থেকে নেমে এলেন তামিম। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে চলে গেলেন উপরে। মিনিট দশেক বাদে ফিরলেন সৌম্য ও মোস্তাফিজকে নিয়ে। আবার গাড়ি করে চলে গেলেন ঘুরতে।

ঘুরতে বেরিয়েছিলেন তামিমও
 
এরপর এলেন মাশরাফি। এসে হোটেলের বাইরে কিছুক্ষণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে হাঁটা শুরু করলেন বেড়ানোর উদ্দেশ্যে। তাদের সময়টা এখন অপেক্ষার।

কারণ বার্মিংহামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান ম্যাচে অজিরা হারলে রোববারই (১১ জুন) সেমিফাইনালের লক্ষ্যে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হতে হবে টাইগারদের।
 
আর ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে গেলে দেশের উদ্দেশ্যে রওনা হতে সেই বার্মিংহামেই যাবেন সবাই।           
 
স্থানীয় সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।