ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

নতুন কোচের সন্ধানে হকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
নতুন কোচের সন্ধানে হকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জার্মান কোচ অলিভার কার্টজের বহিষ্কারের পর আলোচনায় এখন নতুন কোচ নিয়োগ। তবে, এবার আর বিদেশি কোচের দিকে ঝুঁকবে না বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এবার দেশি কোচের দিকেই নজর থাকছে।

তাই হকি মহলে এ বিষয় নিয়ে সরগরম হয়ে আছে। ফেডারেশন নির্বাচন ও এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে এখন আপাতত গরম আছে হকি পাড়া।

এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৩ জন নিয়ে ক্যাম্প চলছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। প্রথম পর্বের এই ক্যাম্প চলবে ১৮ জুন পর্যন্ত। এরপরেই দ্বিতীয় পর্বের ক্যাম্প শুরু হবে ৫ জুলাই থেকে। সেসময় নতুন কোচ নিয়োগ দিতে পারে ফেডারেশন। বাহফের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলানিউজকে জানান, 'ঈদের পর কোচ দেয়া হবে। '

মাত্র ৬ মাসেই ক্যারিয়ারের ইতি টানা হয়ে গেছে অলিভার কার্টজের। তার স্থলে নতুন কোচ খুঁজছে ফেডারেশন। তিনটি নাম ঘুরে ফিরে সামনে চলে আসছে। কাওসার আলী, মাহবুব হারুন ও মামুন উর রশিদ। এদের মধ্যে সবচেয়ে সিনিয়র কাওসার আলী, যিনি বিকেএসপির প্রধান কোচের দায়িত্বে আছেন। তাকে সাধারণত বাইরে কোচিং করাতে দেখা যায় না। আর ফেডারেশন বিশেষ প্রয়োজন ছাড়া তাকে কাজে লাগায় না।

বাকী রইলেন হারুন ও মামুন। এই দুজনের নামই শুনা যাচ্ছে জাতীয় দলের কোচ হিসেবে। মাহবুব হারুন একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। তবে হকির স্বার্থে চাকরির ক্ষেত্রে তাকে বহু সুযোগ সুবিধা দেয়া হয়। তিনি বহুবার নিজেকে প্রমাণ করেছেন। বিপদে দলের হাল ধরেছেন। স্থানীয় কোচের নাম উঠলেই অটোমেটিক মাহবুব হারুনের নাম চলে আসে।

মামুন উর রশিদের কোচিংয়ের উপর যথেষ্ঠ প্রতিষ্ঠানিক ডিগ্রী থাকলেও কিছুটা প্রচ্ছন্নেই থাকেন তিনি। তার যত সাফল্য বয়সভিত্তিক দলকে নিয়ে। জাতীয় দলের কোচ থাকলেও মাহবুব হারুনের মতো নাম করতে পারেননি। মিডিয়ায়ও তেমন প্রচার পাননি মামুন।

স্থানীয় কোচ প্রসঙ্গে আবদুস সাদেক বলেন, ‘এখন আলমগীর আলম আছেন। সাথে আছেন গোলরক্ষক কোচ মো: জাহাঙ্গীর। দেশে আরো সিনিয়র কোচ আছেন। তাদের একজন ঈদের পর দায়িত্ব নেবেন। অতীতে স্থানীয় কোচের অধীনেও আমরা ভালো ফলাফল পেয়েছি। ’

এশিয়া কাপকে কেন্দ্র করেই কোচ সন্ধান করছে বাহফে। ১২ থেকে ২২ অক্টোবর ঢাকায় হবে দশম এশিয়া কাপ হকি। প্রতিযোগিতায় অংশ নেয়া নিশ্চিত করেছে এশিয়ার আট দেশ। খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান এবং এএইচএফ কাপ চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ, রানার্সআপ ওমান।

গ্রুপিং এখনও হয়নি, আগস্টে হতে পারে এশিয়ান হকি ফেডারেশনের এ প্রতিযোগিতার ড্র। ১০টি দেশ অংশ নেওয়ার কথা শোনা গেলেও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবার দল কমানো হয়েছে। টুর্নামেন্টের আগেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর প্রস্তুতি শেষ পর্যায়ে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ১৪ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।