ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

হলি আর্টিজানে নিহতদের স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
হলি আর্টিজানে নিহতদের স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হলি আর্টিজানে নিহতদের স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা

নওগাঁ: হলি আর্টিজান রেঁস্তোরায় জঙ্গি হামলায় নিহতদের স্মৃতি স্মরণে নওগাঁর লখাইজানিতে আয়োজিত ঐতিহ্যবাহী ‘বদন বা গাদল’ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) বিকেলে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, নওগাঁ এ প্রতিযোগিতার আয়োজন করে।

ফাইনাল খেলায় যুব উন্নয়ন মশরপুর বদন দল ও ইন্দ্রা মন্ডল চন্ডীক্ষেত্র বদন দল অংশ নেয়।

খেলায় যুব উন্নয়ন মশরপুর বদন দলকে হারিয়ে ইন্দ্রা মন্ডল চন্ডীক্ষেত্র বদন দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি বকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদ, নওগাঁর সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারি।  

ঐতিহ্যবাহী বদন খেলা দেখতে মাঠের আশপাশের এলাকার নানা বয়সের নারী-পুরুষ ভিড় করেন।

প্রতিযোগিতা শুরু হয় গত ২৯ জুন। এতে মোট আটটি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক গোলাম সাকলায়েন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এসআরএস/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।