ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বার্সায় লড়ছেন নৌবাহিনীর নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
বার্সায় লড়ছেন নৌবাহিনীর নাসির নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠানরত ২৫তম আন্তর্জাতিক ওপেন সিউটেড ডি মন্টিকাডা এর ‘এ’ পুপের খেলায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ৭ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন।

গত ২৬ জুন হতে এ ইভেন্টের খেলা শুরু হয়েছে। গতকাল (শনিবার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় নাসির ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার তেজস্বিনী সরকারকে পরাজিত করেন।

এর আগে নাসির তৃতীয় রাউন্ডে ভারতের অভদূত লিনধেকে পরাজিত করেন। চতুর্থ রাউন্ডে চিলির আন্তর্জাতিক মাস্টার সালিনাস হেরেরা পাবলোর সাথে ও পঞ্চম রাউন্ডে পেরুর মহিলা গ্র্যান্ড মাস্টার কোরি টি ডেইজির ড্র করেন। দ্বিতীয় রাউন্ডে পেরুর ফার্নান্দেজ ফার্নান্দোর কাছে এবং ষষ্ঠ রাউন্ডে কলম্বিয়ার গ্র্যান্ড মাস্টার কাউরটাস জাইম আলেকজান্ডারের কাছে হেরে যান তিনি।

রোববার (০২) অষ্টম রাউন্ডে নাসির স্পেনের গ্র্যান্ড মাস্টার নারসিসো দুবলান মার্কের বিপক্ষে খেলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।