ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ভারতে রানার-আপ বাংলাদেশের নীড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ভারতে রানার-আপ বাংলাদেশের নীড় মনোন রেজা নীড়

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ উর্ধ্ব-৬০ গ্রুপে (সিনিয়র) বাংলাদেশের হানিফ মোল্লা স্বর্ণ পদক এবং অনূর্ধ্ব-৮ ওপেন গ্রুপে বাংলাদেশের মনোন রেজা নীড় রানার-আপ হয়ে রৌপ পদক লাভ করার গৌরব অর্জন করেছেন।

হানিফ মোল্লা ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে বয়স ৬০ উর্ধ্ব গ্রুপে স্বর্ণ ও নীড় ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হয়ে এ রৌপ্য পদক পায়।

অনূর্ধ্ব-১৪ ওপেন গ্রুপে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও অনূর্ধ্ব-১২ ওপেন গ্রুপে তাহসিন তাওয়ার জিয়া ৭ খেলায় ৫ পয়েন্ট করে পেয়ে উভয়েই স্ব-স্ব গ্রুপে চতুর্থ হন।

ফাহাদ ও তাহসিন উভয়েই আধা পয়েন্টের জন্য ব্রোঞ্জ পদক লাভে ব্যর্থ হন। অপরদিকে মূল ইভেন্ট ওপেন গ্রুপে ৯ খেলায় ৬ পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব একাদশ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২০তম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ২১তম ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ২৫তম হন।

৫ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৪৭তম ও মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ৪৯তম হন। তিন পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৯৯তম ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ১০১তম হন।

ক্যাটাগরি ইভেন্টে অন্যান্যদের মধ্যে অনূর্ধ্ব-২০ ওপেন এ আকিব জাওয়াদ ২৪তম, অনূর্ধ্ব-১৮ ওপেন এ অনত চৌধুরী ১২তম, অনূর্ধ্ব-১৬ ওপেন এ নাইম হক ৩০তম, অনূর্ধ্ব-১০ ওপেন এ মোঃ সাজিদুল হক ৫২তম ও সৈয়দ রিদওয়ান ৬০তম হন। বালিকা অনূর্ধ্ব-২০ এ উন্ম তাসমিন প্রতিভা তালুকদার দশম, বালিকা অনূর্ধ্ব-১৪ এ নোশিন আঞ্জুম ২৪তম, বালিকা অনূর্ধ্ব-১৬ এ কাজী জেরিন তাসমিন ২১তম ও বালিকা অনূর্ধ্ব-১২ এ জান্নাতুল ফেরদৌস একাদশ স্থান লাভ করেন।

সোমবার অনুষ্ঠিত ওপেন গ্রুপের নবম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার গাগারে সার্দুলের সাথে রাকিব ভারতের আন্তর্জাদিতক মাস্টার কৃষ্ণার সাথে ড্র করেন। রাজীব ভারতের নায়েক রাজেশকে নিয়াজ লিজাকে, তৈয়ব ভারতের বালাকান্নাম্মাকে ও হানিফ নিউজিল্যান্ডের মুক্কাট্ট ফিলিপকে পরাজিত করেন। শিরিন ভারতের রিন্দিয়ার সাথে ড্র করেন। ক্যাটাগরি গ্রুপে নীড় ভারতের শ্রীআনস দাসের সাথে ড্র করেন। ফাহাদ ভারতের অক্ষিত কুমারকে ও তাহসিন ভারতের এস রোহিতকে পরাজিত করেন। কমনওয়েলথ ভূক্ত ৯টি দেশ এবারের কমনওয়েলথ দাবায় অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।