ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা শুরু ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা-২০১৭’।

রাজধানীর ৮টি কলেজের অংশগ্রহণে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ১৩ জুলাই।

উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জিতে সেমিফাইনালে উঠেছে ভিকারুননেসা নুন কলেজ, হলিক্রস কলেজ, ঢাকা কমার্স কলেজ ও টঙ্গী আমজাদ আলী কলেজ।

বুধবার সকাল ৮টায় শুরু হবে দলগুলোর ফাইনালে উঠার লড়াই। সেমিফাইনালে টঙ্গী আমজাদ আলী কলেজের বিপক্ষে খেলবে হলিক্রস এবং ভিকারুননেসা নুন কলেজের প্রতিপক্ষ ঢাকা কমার্স কলেজ।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও খ্যাতিমান ক্রীড়া সংগঠক হারুন অর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও খ্যাতিমান ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।

প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, ‘বেসবল খেলায় অনেক আকর্ষণ, উত্তেজনা আছে। মেয়েরা যেভাবে উৎসাহ নিয়ে খেলছে, তাতে খেলাটি অনেক বিনোদনমূলক। দর্শকদের জন্য বেসবল খুবই উপভোগ্য একটি খেলা। ’ বাংলাদেশে বেসবল খেলার জন্য যারা কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে দেশের এই খ্যাতনামা সংগঠক জানান, ক্রীড়া কর্তৃপক্ষের উচিৎ বেসবল খেলার জন্য প্রয়োজনীয় সুবিধা তৈরি করা। তিনি পৃষ্ঠপোষক ওয়ালটনকে ধন্যবাদ জানান বেসবলে পৃষ্ঠপোষকতা করার জন্য।

বিশেষ অতিথি ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশের বেসবলের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক সাফল্য দেখতে চায় ওয়ালটন গ্রুপ। সেই লক্ষ্য নিয়েই ওয়ালটন বেসবলের সঙ্গে শুরু থেকেই সহযোগিতা করে যাচ্ছে। ওয়ালটন বেসবলের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। ওয়ালটনের সহযোগিতায় বেসবলের নতুন নতুন কার্যক্রম হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।