ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বার্সায় নাসিরের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বার্সায় নাসিরের আরেকটি জয় ছবি: সংগৃহীত

স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠনরত ৪০তম ওপেন ইন্টারন্যাশনাল বারবেরা ডেল ভ্যাল্লাস এর ‘এ’ ক্যাটাগরির সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ চিলির গ্র্যান্ড মাস্টার হেনরিকুইজ ভিলাগরা ক্রিস্টোবালকে পরাজিত করেছেন।

সপ্তম রাউন্ডের খেলায় নাসির এ কৃতিত্বপূর্ণ জয় পান। ক্রিস্টোবালের বিরুদ্ধে নাসির কালো ঘুঁটি নিয়ে খেলেন।

ক্রিস্টোবালের কুইন্স পন ওপেনিংয়ের বিরুদ্ধে নাসির বোগো ইন্ডিয়ান ডিফেন্স অবলম্বন করেন এবং সমান তালে খেলে যান।

৩৬ চালের পর নাসির আক্রমণাত্মক খেলা শুরু করেন এবং জয়ের অবস্থান পেয়ে যান। পরবর্তীতে ৪৭ চালের পর গ্র্যান্ড মাস্টার ক্রিস্টোবাল পরাজয় মেনে নেন।

৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে নাসির পয়েন্ট তালিকায় ৮জন খেলোয়াড়ের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।