ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বার্সায় ভালো শুরু শেখ নাসিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বার্সায় ভালো শুরু শেখ নাসিরের ডানে শেখ নাসির আহমেদ (ছবি: সংগৃহীত)

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে ১৯তম ওবিরট্ ইন্টারন্যাশনাল সানট্ মারটি গ্রুপ ‘এ’ এর খেলা। বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছেন শেখ নাসির আহমেদ।

বার্সায় অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ স্পেনের রেটেড খেলোয়াড় ব্রুনেট গিল পোলকে পরাজিত করে শুভ সূচনা করেছেন।

দ্বিতীয় রাউন্ডে নাসির চিলির আন্তর্জাতিক মাস্টার সালিনাস হেরেরা পাবলোর সাথে খেলবেন।

৩১টি দেশের ১১ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৭ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৬২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

এর আগে বার্সায় অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল বারবেরা দেল ভায়াস (এ ক্যাটাগরি-উন্মুক্ত) প্রতিযোগিতা থেকে একটি ইন্টারন্যাশনাল মাস্টার নর্ম অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির। পাঁচ জয় ও তিন ড্রয়ে সেই প্রতিযোগিতায় সাড়ে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম হওয়া নাসির এ নিয়ে দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাস্টার নর্ম পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।