ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

২০০ মিটারে সেরা সাইফুল-সোহাগী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
২০০ মিটারে সেরা সাইফুল-সোহাগী ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সকল বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট অংশ নিচ্ছেন।

প্রতিযোগিরা দুই গ্রুপে ৩৬টি ইভেন্টে খেলছেন, যার মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমজাতীয় সামার অ্যাথলেটিকসে দিনের দ্বিতীয় পর্বে ২০০ মিটারে সেরা হয়েছেন সাইফুল ইসলাম ।

২১.৬০ সেকেন্ড সময় নিয়ে গতবারের সেরা শরীফুল ইসলামকে পেছনে ফেলেন বাংলাদেশ জেলের সাইফুল। শরীফুল ২১.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও মেজবাহ আহমেদ ২২.০০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

এদিকে, মেয়েদের ২০০ মিটারে দ্বিতীয়বারের মতো সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তার। ২০০ মিটার শেষ করতে সোহাগী সময় নেন ২৫.১০ সেকেন্ড। বাংলাদেশ জেলের জাকিয়া সুলতানা ২৫.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও আয়শা আক্তার ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর এম আলমগীর ৫৪.৪০ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার হার্ডলসে প্রথম হয়েছেন। ৫৫.৬০ সেকেন্ড নিয়ে দ্বিতীয় হয়েছেন বিজেএমসির ইবাদ আলি আর ৫৫.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর সুলতান সানজিদ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।