ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে সাঁতার প্রশিক্ষণ-পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
গোপালগঞ্জে সাঁতার প্রশিক্ষণ-পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৬ ছেলেদের সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণের আয়োজন করে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।

জেলা ক্রীড়া অফিসার এম এম ফিরোজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মানি, জিহাদ খান, রতন কুমার রায়সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে প্রথম দিনের সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রশিক্ষণে জেলার ২০টি স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।