ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

দুই দিনব্যাপী ক্যারম উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
দুই দিনব্যাপী ক্যারম উৎসব দুই দিনব্যাপী ক্যারম উৎসব

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে শুরু হচ্ছে ‘সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট ২০১৭’। আগামী ২৯ ও ৩০ জুলাই ক্যারম হল ২৬৬ নং মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্টটি।

এবারের টুর্নামেন্টে ঢাকা এবং ঢাকার বাইরের পুরুষ-মহিলা খেলোয়াড়, বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট ২৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই।

উল্লেখ্য, ২০১০ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ১৪তম সার্ক ক্যারম চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল রানার্স-আপ হয়। ২০১১ সালে মালেতে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৬তম সার্ক ক্যারম টুর্নামেন্টে বাংলাদেশ দল দলগত ইভেন্টে তৃতীয় স্থান, পুলষ দ্বৈতে দ্বিতীয় স্থান ও মিশ্র দ্বৈত ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে।

এছাড়া, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল ১৯টি দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করে। ২০১৪ সালে মালদ্বীপের রাজধানী মালেতে চতুর্থ ওয়ার্ল্ড ক্যারম টুর্নামেন্টে ১৫টি দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ। ভারতের রাজধানী নয়দিল্লিতে অনুষ্ঠিত ক্যারম আইসিএফ কাপ টুর্নামেন্টে ৯টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।