ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

মৌলভীবাজারে অলিম্পিক ডে পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
মৌলভীবাজারে অলিম্পিক ডে পালিত

মৌলভীবাজার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মৌলভীবাজারে ‘বিশ্ব অলিম্পিক ডে-২০১৭’ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বিভিন্ন সময়ে খেলাধুলায় অংশ নেওয়া খেলোয়ারদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,  যুগ্ম-সম্পাদক মাহবুব ইজদানি ইমরান,  ক্রীড়া সংস্থার সদস্য ও একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, মিলন দাস, রাসেল আহমদ ও সাংবাদিক আকমল হোসেন নিপুসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬২০, জুলাই ২৮, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।