ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশে অলিম্পিক ডে পালিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বাংলাদেশে অলিম্পিক ডে পালিত বাংলাদেশে অলিম্পিক ডে পালিত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশে অলিম্পিক ডে পালন করা হয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৩ জুন।

প্রতি বছর ২৩ জুন বিশ্বব্যাপী অলিম্পিক ডে আয়োজিত হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমোদন নিয়েই রোজা ও ঈদ-উল-ফিতরের কারণে এবার বাংলাদেশে একটু বিলম্বে দিবসটি পালিত হলো।

এ উপলক্ষে সকালে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স প্রাঙ্গন থেকে র‌্যালি নিয়ে, বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এই র‌্যালির নেতৃত্ব দেন। তার আগে সকালে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে বেলুন উড়িয়ে অলিম্পিক ডে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি।

এই র‌্যালিতে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, শারীরিক শিক্ষা কলেজ, কমার্স কলেজ, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশের খেলোয়াড়, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করে। ঢাকা ছাড়াও বাংলাদেশের সব জেলায় অলিম্পিক ডে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অলিম্পিক ডে পালিতর‌্যালি ছাড়াও দুই দিনব্যাপী কর্মসূচিতে আরো থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান, সেমিনার এবং খেলার মেলা অলিম্পিক নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন।

পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংগঠনিক কমিটির তত্বাবধানে গঠিত হয় ১০টি উপ-কমিটি। এবারের অলিম্পিক ডে আয়োজনের জন্য সম্ভাব্য ব্যয়ের পরিমান ধরা হয়েছে ৩৯ লাখ ৩০ হাজার টাকা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অনুদান ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমূহের সহায়তায় এই ব্যয় সংকুলান করা হবে বলে আগেই জানানো হয়। এবারের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা দানকারী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ হলো এক্সিম ব্যাংক লি:, ট্রাষ্ট ব্যাংক লি:, ইনডেক্স গ্রুপ, স্কয়ার গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও ট্রান্সকম বেভারেজ লি:।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।