ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মালয়েশিয়ায় ফাহাদ অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
মালয়েশিয়ায় ফাহাদ অপরাজিত চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৪তম মালয়েশিয় দাবা ফেস্টিভালের ৮ম ডিএটিসিসি/দাতিন ইয়ু ওয়াই ফং অনূর্ধ্ব-১৪ বিদুৎ গতি দাবায় একসেস গ্রুপ চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এ ইভেন্টে ফাহাদ ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক পান। অনূর্ধ্ব-১২ গ্রুপে তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে পঞ্চম হন।

এদিকে, ভারতের ভুবনেশ্বরে এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ (দুবাই কাপ) এর দ্বিতীয় রাউন্ডের খেলায় ঢাকা সিটি ২.৫-১.৫৮ পয়েন্টে কোলকাতার কাছে হেরে গেছে।

রোববার (২৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম সৌমিক দত্তকেজিত করেন ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান রিতাব্রত গাঙ্গুলীর সাথে ড্র করেন।

এশিয়ার ৮টি দেশের ১২টি সিটি দাবা দল এ ইভেন্টে অংশ নিয়েছে। বাংলাদেশের ঢাকা সিটি দল অংশ নিয়েছে।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন গোরাইয়ের কাছে ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সংকলন ভারতির কাছে হেরে যায়। এর আগে গতকাল প্রথম রাউন্ডের খেলায় ঢাকা সিটি প্যালেস্টাইনের আলকুদস্ সিটির সাথে ২-২ পয়েন্টে ড্র করে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।