ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জাতীয় মহিলা দাবার শিরোপা শিরিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
জাতীয় মহিলা দাবার শিরোপা শিরিনের ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন ৩৭তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। শিরিন ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন।

জাতীয় মহিলা দাবায় এটি শিরিনের তৃতীয় শিরোপা জয়, ইতোপূর্বে তিনি ২০০৯ ও ২০১২ সালের জাতীয় মহিলা দাবার শিরোপা জিতেছিলেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা রানার-আপ হন।

সোমবার (২৮ আগস্ট) নবম বা শেষ রাউন্ডের খেলায় শিরিন আহেলী সরকারকে পরাজিত করেন এবং লিজা চট্টগ্রামের তনিমা পারভীনের সাথে ড্র করেন। গতকাল অষ্টম রাউন্ডের খেলায় লিজা শিরিনকে হারালে লিজার শিরোপা জয়ের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু আজ তনিমার সাথে ড্র করায় লিজা রানার-আপ হন।

সাত পয়েন্ট নিয়ে চট্গ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন তৃতীয় ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চতুর্থ হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে জাকিয়া সুলতানা পঞ্চম হন। নয় জন খেলোয়াড় ৬ পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে গতবারের মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ষষ্ঠ, বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সপ্তম, জাহানারা হক রুনু অষ্টম, আহেলী সরকার নবম, নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম দশম, মহিলা ফিদে মাস্টার আফরোজা খান বাবলী একাদশ নোশিন আঞ্জুম দ্বাদশ, জান্নাতুল ফেরদৌস ত্রয়োদশ এবং তানজিনা আক্তার তানি চতুর্দশ হন।

শেষ রাউন্ডের অন্যান্য খেলায় রানী হামিদ তিশাকে, জাকিয়া দিলারা জাহান নূপূরকে, জান্নাত ওয়ালিজা আহমেদকে, ইভা জোহরাতুল জান্নাত জিসাকে ও তানি নুশরাত জাহান লিজাকে পরাজিত করেন। নোশিন রুনুর সাথে ও প্রতিভা ঝর্নার সাথে ড্র করেন। খেলায়  ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ২২টি জেলা ও ঢাকা শহরের ৬৭ জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।

রোল অব অনার:
১৯৭৯- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮০- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮২- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৩- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৪- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৫- ইয়াসমীন বেগম
১৯৮৬- ইয়াসমীন বেগম
১৯৮৭- হয়নি
১৯৮৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৯- মিহলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা ১৯৯০- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯১- মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
১৯৯২- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯৩- মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা
১৯৯৪- মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
১৯৯৫- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা ১৯৯৬- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯৭- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা ১৯৯৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯৯- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০০- মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
২০০১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০২- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
২০০৩- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
২০০৪- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৫- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ২০০৬- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৭- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৯-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
২০১০- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ২০১১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০১২- মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ২০১৩- হয়নি
২০১৪- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ২০১৫- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আকআর লিজা ২০১৬- মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও
২০১৭- মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।