ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মাগুরার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
মাগুরার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলা মাগুরার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলা

মাগুরা: মাগুরা জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলা বীব মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি বের করেন সাবেক খেলোয়াড়রা। যা শহরের স্টেডিয়াম থেকে বের হয়ে চৌরাঙ্গীর মোড় হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় বাদ্যের আয়োজনও ছিল।

রালিতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মকবুল হাসান মাকুল মাসরুর রেজাসহ অন্যরা।  

বিকেলে রয়েছে সাবেক ও বর্তমান খেলোয়াড়াদের ফুটবল প্রতিয়োগিতা।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।