ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আসামকে হারিয়ে দিয়েছে ঢাকা হ্যান্ডবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
আসামকে হারিয়ে দিয়েছে ঢাকা হ্যান্ডবল দল ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বাংলাদেশ-আসাম প্রীতি হ্যান্ডবল সিরিজ। বুধবার (৪ অক্টোবর) শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ঢাকা বিভাগীয় হ্যান্ডবল দলের মুখোমুখি হয় সফরকারী আসাম হ্যান্ডবল দল।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আসাম দল ২৩-২২ ব্যবধানে ঢাকা বিভাগীয় হ্যান্ডবল দলের কাছে হার মেনেছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সফরকারী আসাম হ্যান্ডবল দল।

এরপর ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে আসাম দলের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। পরদিন চতুর্থ ও শেষ ম্যাচে আসাম হ্যান্ডবল দলের প্রতিপক্ষ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।  

মঙ্গলবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছে আসাম হ্যান্ডবল দল। দলের খেলোয়াড় ও কর্মকর্তা এবং তাদের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছে হ্যান্ডবল স্টেডিয়ামের আবাসিক কক্ষগুলোতে। এই সিরিজকে সামনে রেখে কক্ষগুলোর সংস্কার করা হয়েছে। লাগানো হয়েছে এয়ার কন্ডিশন। আসামের আরো দুজন ভিআইপি অতিথি এসেছেন। তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে উন্নতমানের আবাসিক হোটেলে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।