ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বোরহানউদ্দিনে গোল্ডকাপ ফুটবল ফাইনাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
বোরহানউদ্দিনে গোল্ডকাপ ফুটবল ফাইনাল বোরহানউদ্দিনে গোল্ডকাপ ফুটবল ফাইনাল, ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে বুধবার (০৪ অক্টোবর) বিকেলে স্থানীয় আব্দুল জব্বার কলেজ মাঠে ফাইনাল খেলায় লালমোহন উপজেলাকে ২-১ গোলের ব্যাবধানে পরাজিত দৌলতখান উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য হলেও বিরতির পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় দৌলতখান উপজেলা।

খেলার ৫৬ মিনিটের মাথায় দলের বিদেশি ফরোয়ার্ড ডুডুর গোলে লিড নেয় দৌলতখান। ম্যাচের ৭০ মিনিটে দৌলতখানের পক্ষে দ্বিতীয় গোল করেন এ্যাপেলো। খেলার শেষ সময় লালমোহন উপজেলা ১টি গোল করে ব্যবধান কমায়।

খেলা শেষে বিজয়ী দলে মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মকুল, টাঙ্গাইল-৪ আসনের সাংসদ সদস্য হাসান ইমাম খান এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ রফিকুল ইসলাম, উপজেলা আলীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ জাফরুল্যাহ চৌধুরী প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, লীগের নেতরা। খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম হয়।

প্রধান অতিথি ক্রাড়ী উপ-মন্ত্রী আরিফ খান জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে খেলাধুলায় বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। আওয়ামী লীগ সরকার আসলে দেশের যেমন উন্নয়ন হয়, তেমনি খেলাধুলায় বাংলাদেশ বিশ্বের অন্য দেশের সঙ্গে ভালো করে।

তিনি আরও বলেন, বর্তমানে ক্রীড়া ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে উপজেলায় পর্যায়ে আমরা প্রায় সাড়ে ৩০০’র মতো স্টেডিয়াম তৈরি করবো। যাতে করে  তৃর্ণমূল থেকে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এএটি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।