ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

তৃতীয় রাউন্ডে এগিয়ে যাওয়ার লড়াইয়ে সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
তৃতীয় রাউন্ডে এগিয়ে যাওয়ার লড়াইয়ে সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের সিদ্দিকুর রহমান লড়ছেন চাইনিজ তাইপেতে। ইয়াংদের টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে যৌথভাবে ২৭তম স্থানে আছেন বাংলাদেশের এই গলফার। দ্বিতীয় রাউন্ডের পর এগিয়ে যাওয়া লড়াইয়ে সিদ্দিকুর তৃতীয় রাউন্ডের অপেক্ষায় রয়েছেন।

চাইনিজ তাইপের গলফ কোর্সে সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলা এই গলফার ১৩ জনের সঙ্গে ২৭তম স্থানে আছেন।

তাইপের লিংকো ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর।

এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে ৯ জনের সঙ্গে দ্বাদশ স্থানে ছিলেন তিনি। শুক্রবার চারটি বার্ডি, একটি বোগি ও দুটি ডাবল বোগি করেন সিদ্দিকুর।

৫ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে আট শট কম খেলে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের জোহানেস ভিরম্যান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।