ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মাহতাদি-নাঈম, নুশরাত-নোশিন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
মাহতাদি-নাঈম, নুশরাত-নোশিন চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্ম-বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শহীদ শেখ রাসেল স্কুল দাবা প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ অক্টোবর) বিভিন্ন স্কুলের ২৩০ জন ছাত্র-ছাত্রী এ ইভেন্টে অংশগ্রহণ করেন। কেজি হতে পঞ্চম শ্রেণি বালকদের গ্রুপে চ্যাম্পিয়ন হন মুর্তোজা মাহতাদি ইসলাম।

তিনি সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ছয় পয়েন্ট করে নিয়ে মনোন রেজা নীড় রানার-আপ ও আমিনুল ইসলাম সুদিন তৃতীয় হন। ষষ্ঠ হতে দশম শ্রেণি ছাত্রদের গ্রুপে নাঈম হক ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ৬ পয়েন্ট করে নিয়ে সাদনান হাসান দিহান রানার-আপ, নাফিম আল করীম তৃতীয়, মোর্তুজা মাহাথির ইসলাম চতুর্থ, মোহাম্মদ শফিকুল ইসলাম পঞ্চম ও অমিত বিক্রম রায় ষষ্ঠ স্থান লাভ করেন।

কেজি হতে পঞ্চম শ্রেণির ছাত্রীদের গ্রুপে ৫ খেলায় ৪ পয়েন্ট পেয়ে নুশরাত জাহান মনি চ্যাম্পিয়ন, শ্রাবন্তী আক্তার জেরিন রানার-আপ ও নুশরাত জাহান আলো তৃতীয় হন। ষষ্ঠ হতে দশম শ্রেণির ছাত্রীদের গ্রুপে নোশিন আঞ্জুম ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন, চার পয়েন্ট করে নিয়ে রুমাইসা হায়দার রানার-আপ, জান্নাতুল ফেরদৌস তৃতীয় ও উর্বানা চৌধুরী চতুর্থ হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদার, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান পলাশ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।