ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

এগিয়ে যাওয়ার লড়াইয়ে পেছালেন সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
এগিয়ে যাওয়ার লড়াইয়ে পেছালেন সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের সিদ্দিকুর রহমান লড়ছেন চাইনিজ তাইপেতে। ইয়াংদের টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের পর এগিয়ে যাওয়ার লড়াইয়ে সিদ্দিকুর তৃতীয় রাউন্ডের অপেক্ষায় ছিলেন। সেখানে আরও পিছিয়েছেন তিনি।

চাইনিজ তাইপের গলফ কোর্সে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৪০তম স্থানে আছেন বাংলাদেশের এই গলফার। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে আরও পেছালেন তিনি।

শনিবার দুডি বার্ডি ও চারটি বোগিতে সব মিলিয়ে পারের চেয়ে এক শট বেশি খেলে তিনি ৪০তম স্থানে আছেন। তার সঙ্গে আরও ৯ জন একই স্থানে অবস্থান করছেন।

তাইপের লিংকো ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। ১৩ জনের সঙ্গে যৌথভাবে ২৭তম স্থানে ছিলেন বাংলাদেশের এই গলফার। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে ৯ জনের সঙ্গে দ্বাদশ স্থানে ছিলেন তিনি। প্রথম রাউন্ডে চারটি বার্ডি, একটি বোগি ও দুটি ডাবল বোগি করেন সিদ্দিকুর।

৫ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১০ করে শট কম খেলে শীর্ষে রয়েছেন ভারতের অজিতেশ সান্ধু, তাইওয়ানের লু ওয়েই-চিহ ও যুক্তরাষ্ট্রের জোহানেস ভিরম্যান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।