ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পুলিশ হ্যান্ডবল দলও হারালো আসামকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
পুলিশ হ্যান্ডবল দলও হারালো আসামকে ছবি: সংগৃহীত

ঢাকা-আসাম প্রীতি হ্যান্ডবল সিরিজের তৃতীয় ম্যাচেও হার মেনেছে সফরকারী আসাম দল। শনিবার (৭ অক্টোবর) বিকেলে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মুখোমুখি হয় আসাম হ্যান্ডবল দল।

এই ম্যাচে ২৭-১২ গোলের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা।

পুলিশ হ্যান্ডবল দলের পক্ষে সোহাগ ১০টি, রাসেল ৬টি গোল করেন।

আসাম হ্যান্ডবল দলের পক্ষে অভিষেক ৪টি এবং দিপজ্যোতি ৪টি গোল করেন।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের বিপক্ষে খেলবে আসাম হ্যান্ডবল দল।  

আসাম দল প্রথম ম্যাচে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে ২৩-২২ ব্যবধানে হার মানে। এরপর বাংলাদেশ আনসারের কাছে হার মানে ৩৪-১৯ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।