ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় হা-ডু-ডু টুর্নামেন্টে চিত্তবিশ্রাম জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
মাগুরায় হা-ডু-ডু টুর্নামেন্টে চিত্তবিশ্রাম জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া শেখপাড়া মাঠে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) বিকেলে খেলায় উপজেলার চিত্তবিশ্রাম দল ২-০ পয়েন্টে একই উপজেলার ওমেদপুর দলকে পরাজিত করে।

ওমেদপুর দলের পক্ষে খেলায় অংশ নেন জাতীয় দলের হা-ডু-ডু খেলোয়াড় টাইগার কবির।

এছাড়াও উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দলে  জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খ্যাতিমান খেলোয়াড়রা অংশ নেন।

পরে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসকে নুরুজ্জামান ও যুবনেতা আশরাফুজ্জামান হিসাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

দেশের জাতীয় খেলাকে পুনরুজ্জীবিত করতে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।