ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয়বারের মতো দৃষ্টিহীনদের দাবা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
দ্বিতীয়বারের মতো দৃষ্টিহীনদের দাবা দ্বিতীয়বারের মতো দৃষ্টিহীনদের দাবা

চলতি মাসে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর ব্যবস্থাপনায়, দাবা ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে দৃষ্টিহীনদের দাবার দ্বিতীয় আসর।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এই আসরটি। ১৫ অক্টোবর ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

’ এই দিবসকে সামনে রেখে মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দৃষ্টিহীন দাবাড়ুকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি করে সাদাছড়ি দেওয়া হবে। এবারের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৬০ জন দৃষ্টিহীন দাবাড়ু অংশ নেবেন।

এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে জানতে চাইলে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘দৃষ্টিহীনদের দাবা একটি ভিন্ন ধরণের আয়োজন। আসন্ন বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতার দ্বিতীয় আসরের সঙ্গেও ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হয়েছে। আমরা শুধু দৃষ্টিহীনদের দাবাই নয়, বিশেষ শ্রেণির মানুষদের নিয়ে কাজ করা এনএএসপিডি ও সুইড বাংলাদেশের নানা আয়োজনের সঙ্গেও সমৃক্ত হচ্ছি। আসলে দৃষ্টিহীনদের বিনোদনের বিষয়টি সব সময়ই উপেক্ষিত থাকে। তাদেরও অধিকার রয়েছে বিনোদনের, সামাজিক স্বীকৃতি লাভের। তাই করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে আমরা নিয়মিতভাবে চেষ্টা করব এই ধরণের প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হতে। ’

এ বিষয়ে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর মহাসচিব ও এক্সিকিউটিভ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আসলে আমাদের দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনোদনের বিষয়টা খুবই উপেক্ষিত। আমরা বিনোদনটা উপভোগ করতে পারি না। ওয়ালটনের মতো অন্যান্য কোম্পানিগুলোও যেন আমাদের বিনোদনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং এই ধরণের প্রতিযোগিতার পাশে থাকে সেই আবেদন থাকলো। আশা করছি আসন্ন ৪৯তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৬০ জন দৃষ্টিহীন দাবাড়ু অংশ নেবেন। ধন্যবাদ দেব বাংলাদেশ দাবা ফেডারেশনকে। গেল বছরের ন্যায় এবারও তারা ভেন্যু দিয়ে সহযোগিতা করার পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট দেবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।