ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পরিচয় পর্ব দিয়ে গড়ালো এশিয়া কাপ হকি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
পরিচয় পর্ব দিয়ে গড়ালো এশিয়া কাপ হকি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩২ বছর অপেক্ষার পর অবশেষে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গড়ালো এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। বুধবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ভারত ও জাপানের মধ্যকার ম্যাচ দিয়ে স্টেডিয়ামের নীল টার্ফে শুরু হয় এশিয়ার হকির শ্রেষ্ঠত্বের এই লড়াই।

এর আগে ১৯৮৫ সালে সবশেষ এই ইভেন্টটির আয়োজক হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর আবারো স্বাগতিক হলেও কোনো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি।

কিন্তু ২২ অক্টোবর জমকালো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

সাদামাটা আয়োজনে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার ও হকি ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় পর্ব দিয়ে পর্দা ওঠে এশিয়া কাপ হকির দশম আসরের।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমদিনের উদ্বোধনী ম্যাচে পরাশক্তি ভারত ও জাপানের মধ্যকার লড়াইয়ে দাপট দেখাচ্ছে মানপ্রিত সিংয়ের ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ৫-১ গোলে এগিয়ে আছে ভারত।

একই ভেন্যুতে বিকেল সাড়ে ৫টায় দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে মোকাবিলা করবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।