ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হাবিপ্রবিতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
হাবিপ্রবিতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হাবিপ্রবিতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখার উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম, হাবিপ্রবি’র ছাত্রলীগ নেতা মো. মমিনুল হক রাব্বী ও মো. মামুনুর রশিদ।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতারা ও হাবিপ্রবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ক্রিকেট আমার অন্যতম প্রিয় খেলা। এ খেলার মাধ্যমে বাংলাদেশ সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে এবং সুনাম অর্জন করেছে। তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটাররা আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ভালো অবস্থান করতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টর্নামেন্টে বিভিন্ন অনুষদের ১০টি দল অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।