ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

প্রত্যাশিত জয়ে এশিয়া কাপে ভারতের শুভ সূচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
প্রত্যাশিত জয়ে এশিয়া কাপে ভারতের শুভ সূচনা প্রত্যাশিত জয়ে এশিয়া কাপে ভারতের শুভ সূচনা-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপ হকিতে প্রত্যাশিত জয়ে শুভ সূচনা করেছে পরাশক্তি ভারত। জাপানকে ৫-১ গোলে হারিয়ে এই জয় তুলে নেয় দু’বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।

এর আগে বুধবার (১১ অক্টোবর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই ভরতকে ১-০ গোলে এগিয়ে দেন সমরপিত সুনীল। এক মিনিট পরে কিতাজাতো কেঞ্জির গোলে ১-১ এ সমতা আনে জাপান।

সমতায় ফেরাটা ঠিক যেন মানপ্রিত সিংদের জন্য স্বস্তির হয়ে উঠেনি। তাইতো ম্যাচের ২৩ মিনিটে উপধায়া ললিত গোল করে ভারতকে ২-১ এ এগিয়ে দেন। আর সেই লিড প্রথমার্ধের বিরতিতে যায় ভারত।

প্রত্যাশিত জয়ে এশিয়া কাপে ভারতের শুভ সূচনা-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ভারত। তাতে কাজও হয় বিস্তর। একটি দুটি নয়, ম্যাচের শেষ দুই কোয়ার্টারে তিনটি গোল ধরা দেয় ভারত শিবিরে।

৩১ মিনিটে রামানদ্বীপ সিং এবং ৩৫ ও ৪৮ মিনিটে হারমানপ্রিত সিংয়ের জোড়া গোলে ৫-১ এর বড় জয়ে মাঠ ছাড়ে অধিনায়ক মানপ্রিত সিং’র দল।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।