ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

এশিয়া কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এশিয়া কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের এশিয়া কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের শুরুটা মোটেও ভালো হলো না আয়োজক বাংলাদেশের। পরাশক্তি পাকিস্তানের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল ৭-০ এর বড় ব্যবধানে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক করেন আবু মাহমুদ। ম্যাচের বাকি চারটি গোল এসেছে শাকিল ভাট ও মোহাম্মদ কাদিরের জোড়া গোল থেকে।

অথচ বুধবার (১১ অক্টোবর) শুরুটা ভালোই করেছিল আয়োজক বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে পুস্কর মিমো গিয়েছিলেন পাকিস্তানের রক্ষণ ভাঙতে।

কিন্তু পারেননি। উল্টো ১৭ মিনিটে আবু মাহমুদের পেনাল্টি কর্ণারের গোলে ১-০তে এগিয়ে যায় পাকিস্তান।

পাক ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম৩২ মিনিটে স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন, শাকিল ভাট। এক মিনিট পরেই দলকে ৩-০তে লিড এনে দেন, মোহাম্মদ কাদির। আর ৪০ মিনিটে আবু মাহমুদ দ্বিতীয়বারের মতো স্বাগতিক বোর্ডে বল ঠেলে দিলে ৪-০’র অধরা ব্যবধানে এগিয়ে যায় এশিয়ার পরাশক্তি পাকিস্তান।

এরপর ৪৬ মিনিটে শাকিল ভাটের দ্বিতীয় গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০তে। এর তিন মিনিট পরেই আবু মাহমুদ আবার বোর্ডে বল ঠেলে তুলে নেন এশিয়া কাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

পাক ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর ৫৯ মিনিটে মোহাম্মদ কাদিরের দ্বিতীয় গোলে ৭-০ এর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।