ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নওগাঁয় আইজিপি কাপ কাবাডি প্রতিযেগিতা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
নওগাঁয় আইজিপি কাপ কাবাডি প্রতিযেগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ আন্তজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।  

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে শহরের নওজোয়ান মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।

পুলিশ সুপার ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য এবং নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও লিমন রায়, সহকারী পুলিশ সুপার ফারজানা হক প্রমুখ।

প্রতিযোগিতায় নওগাঁর ১১টি উপজেলা থেকে ১১টি এবং নওগাঁ পৌরসভার একটি সহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

প্রথমদিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মান্দা উপজেলা কাবাডি দল ধামইরহাট উপজেলা কাবাডি দলকে পরাজিত করে বিজয়ী হয়। দ্বিতীয় খেলায় নওগাঁ সদর উপজেলা কাবাডি দল ও সাপাহার উপজেলা কাবাডি দলের মধ্যে অনুষ্ঠিত হয়।

আন্তজেলা পর্যায়ে এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল এ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।