ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নওগাঁয় প্রাথমিক স্কুল পর্যায়ে গোল্ডকাপ টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
নওগাঁয় প্রাথমিক স্কুল পর্যায়ে গোল্ডকাপ টুর্নামেন্ট নওগাঁয় প্রাথমিক স্কুল পর্যায়ে গোল্ডকাপ টুর্নামেন্ট

নওগাঁ: নওগাঁয় প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নওগাঁ স্টেডিয়াম মাঠে অতিথি থেকে  টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান।

উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও রাণীনগর উপজেলা দল অংশগ্রহণ করে। এ  টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলার মোট ২২টি দল অংশগ্রহণ করবে। এর মধ্য মেয়েদের ১১টি ও ছেলেদের ১১টি। ১৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।