ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

১ম বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতার উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
১ম বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতার উদ্বোধন ছবি: সংগৃহীত

বিকেএসপির আযোজনে ও বাকল আপ লি. এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ উশু ফেডারেশনের সহযোগিতায় শনিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাকল আপ ১ম বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতা-২০১৭।

বিকেএসপির ইনডোর স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সাধরন সম্পাদক মো. আলমগীর শাহ ভূইয়া।

দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, ও বিকেএসপি সহ মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিকেএসপি উশু বিভাগের বিভাগীয় প্রধান মো. রেজাউর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।