ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সাত স্বর্ণ নিয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সাত স্বর্ণ নিয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

চতুর্থ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০১৭ তে স্বাগতিক বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বিকেএসপি ১০টি ওজন শ্রেণির ৭টিতে অংশ নিয়ে ৭টি স্বর্ণ পদক লাভ করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে রাজশাহীর বাদশাহ বক্সিং ক্লাব ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতার বেস্ট বক্সার নির্বাচিত হয়েছেন বিকেএসপি’র শেখ মো. রবীন ও বেস্ট লুজার হয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোবেল পারভেজ।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, পরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বি.এম রুহুল আজাদ ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ইমরান ইবনে এ রউফ পদক প্রাপ্তদের পুরস্কৃত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস খান, বিকেএসপি’র উপ পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও বিকেএসপির নির্বাহী প্রকৌশলী শাহ আশরাফ আলী।

দেশের ৭টি জেলা ক্রীড়া সংস্থা ৩টি ক্লাব ও বিকেএসপিসহ মোট ১১টি দলের ৮০ বক্সারের অংশগ্রহণে শেষ হলো চতুর্থ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০১৭।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।