ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে যারা ছবি: সংগৃহীত

রোববার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৭’। ৭ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৮ অক্টোবর শেষ হবে। সোমবার (২৩ অক্টোবর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে জ্ঞানের আলো পাঠাগার রাজশাহীকে, নিউ নেশন চেস ক্লাব ফেঞ্চুগঞ্জ ৩-১ পয়েন্টে লিজেন্ড ফারাজ আইয়াজ চেস টিমকে, মর্নিং গ্লোরী চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে দাবানল চেস ক্লাবকে, ঢাকা নাইটস চেস ক্লাব ৪-০ গেমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চেস একাডেমিকে, চেস কিউ ৩-১ গেম পয়েন্টে আব্দুস সাত্তার মেমোরিয়াল চেস ক্লাবকে, আসাদ চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে দাবার ত্রয়ী অগ্রজ স্মরন সংঘকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্রিন ২.৫-১.৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে, বুয়েট চেস ক্লাব ২.৫-১.৫ গেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেস ক্লাবকে পরাজিত করে।  

এ ছাড়া দেবনএয়ার চেস ক্লাব ৪-০ গেমে ক্যাসপারভ চেস ক্লাবকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ৩.৫-০.৫ গেমে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি রেডকে, সোনারগাঁও চেস ক্লাব ৪-০ গেমে ডিপিএস এসটিএস স্কুল গ্রেড-২ কে, ক্রিসেন্ট ক্লাব ৪-০ গেমে ডিপিএস এসটিএস স্কুল সিনিয়রকে, শান্তিনগর ক্লাব ৩-১ পয়েন্টে বাংলাদেশ মহিলা দাবা সমিতি রূপালীকে, সবুজ সংঘ ৪-০ গেমে বাংলাদেশ মহিলা দাবা সমিতি সোনালীকে, লার্নি চেস একাডেমি ৩-১ পয়েন্টে তিতাস ক্লাবকে ও বুয়েটস মাস্টারস ৪-০ পয়েন্টে ডিপিএস এসটিএস জুনিয়রকে পরাজিত করে।

 

এবারের এই প্রতিযোগিতায় ৩৩টি দল অংশগ্রহণ করেছে। বাংলাদেশের দাবা খেলোয়াড়দের পাশাপাশি ভারতের রেটিং প্রাপ্ত ৬ জন দাবাড়ু বিভিন্ন ক্লাবের হয়ে এই লিগে খেলছে। ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে দাবা দল গঠন করা হয়েছে। লিগের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী ২০১৮ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।