ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বিচ তায়কোয়ানডোয় বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
বিচ তায়কোয়ানডোয় বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

শেষ হয়ে গেল বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ওয়ালটন প্রথম বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭।’ 

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আর সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এ ছাড়া জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা।  

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা।

প্রথম বিচ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন সংস্থা জেলা, স্কুল, কলেজের ১৬টি দলের ২১০ জন ছেলে-মেয়ে অংশ নেয়। পুরুষ ও মহিলাদের বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।