ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফিদে রেটিং দাবায় শীর্ষে ৫ দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ফিদে রেটিং দাবায় শীর্ষে ৫ দাবাড়ু ছবি: সংগৃহীত

মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৫ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এরা হলেন যোয়ার হক প্রধান, দেওয়ান শহিদুল আমীন, জাবের আল হামিদ, রিয়াসাত-ই-নূর ও শাহনাজ মোহাম্মদ ফারুক।

এগার জন খেলোয়াড় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এরা হলেন মো. শওকত বিন ওসমান শাওন, মনির হোসেন, আব্দুল মোমিন, মোহাম্মদ সিরাজুল কবীর, মো. আবজিদ রহমান, নাসির উদ্দিন অপু, ফয়সাল হোসেন, মতিউর রহমান মামুন, আহমেদ জাহাঙ্গীর বাবুল, মাইনুদ্দিন আহমেদ ও মুকিতুল ইসলাম রিপন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় জাবের নয়ন কুমার মোহন্তকে, যোয়ার নিলয় দেবনাথকে, রিয়াসাত অনত চৌধুরীকে, শাহনাজ আনিসুজ্জআমান মল্লিককে, শহিদুল মো. আফজাল হোসেনকে, আবজিদ আমিনুল ইসলাম লিপনকে, মাইনুদ্দিন মো. আবু হানিফকে, অপু মো. শফিকুল ইসলামকে, ফয়সাল মোহাম্মদ হাসানকে ও মামুন সাইফুর রহমানকে পরাজিত করেন।

শাওন বাবুলের সাথে, মনির সিরাজের সাথে ও রিপন মোমিনের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।