ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সিরাজগঞ্জে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সিরাজগঞ্জে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় কামারখন্দ থানা দলকে ৩২-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সিরাজগঞ্জ সদর থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট বিমল কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা ২৫ অক্টোবর শুরু হয়। জেলার ১১টি থানা কাবাডি দল এতে অংশ নেয়। এ প্রতিযোগিতার বিজয়ী দল রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।