ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফিদে রেটিং দাবায় শীর্ষে শাওন-মোমিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ফিদে রেটিং দাবায় শীর্ষে শাওন-মোমিন ছবি: সংগৃহীত

মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে। তাতে শওকত বিন ওসমান শাওন ও আব্দুল মোমিন সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

১২ জন খেলোয়াড় পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন মনির হোসেন, আবজিদ রহমান, নয়ন কুমার মোহন্ত, শরীয়তউল্লাহ, যোয়ার হক প্রধান, আনিসুজ্জামান মল্লিক, মতিউর রহমান মামুন, দেওয়ান শহিদুল আমীন, ফয়সাল হোসেন, মোহাম্মদ সিরাজুল কবীর, এবি বাপ্পী ও জাবেদ আল আজাদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় শাওন যোয়ারকে, মোমিন শাহনাজ মোহাম্মদ ফারুককে, নয়ন রিয়াসাত-ই-নূরকে, শরীয়ত গোলাম সারোয়ারকে, জাবেদ অনত চৌধুরীকে, আনিস আব্দুল মালেককে, বাপ্পী আনিসুজ্জামান জুয়েলকে, ফয়সাল বুবল মল্লিককে ও সিরাজ ইয়াসির আলী খান ইভানকে পরাজিত করেন।

মনির মামুনের সাথে, আবজিদ শহীদুলের সাথে ও জাবের আল হামিদ সাদনান হাসান দিহানের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।