ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

৬০০ অ্যাথলেট লড়বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
৬০০ অ্যাথলেট লড়বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত ৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৭ শুরু হতে যাচ্ছে। রোববার (৫ নভেম্বর) তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, এম.পি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।

রোববার ও সোমবার ২দিন ব্যাপী এই প্রতিযোগিতা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর, সহ-সভাপতি ফারুকুল ইসলাম, শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), যুগ্ম-সম্পদক ফরিদ খান চৌধুরী সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮টি বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ অ্যাথলেট এবং ১২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৩৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) ১৪টি ইভেন্টে ও কিশোর-কিশোরী (অনূর্ধ্ব) ১৯টি ইভেন্টে লড়বে।

ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে এবং ফেডারেশনের কর্মকর্তাদের প্রদত্ত অনুদান হতে এবারের আসরের ব্যয় বহন করা হবে।

সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।