ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় বসুন্ধরা সিমেন্ট শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মাগুরায় বসুন্ধরা সিমেন্ট শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

মাগুরা: বসুন্ধরা সিমেন্টের পৃষ্টপোষকতায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ১০ নভেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০১৭।

এবারের টুর্নামেন্টে মোট ১৭টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব যুব দল, বসুন্ধরা কিংস, বাংলাদেশ নৌবাহিনী, আছাদুজ্জামান ফুটবল একাডেমি, আলহাজ নূরুল ইসলাম ফুটবল একাডেমি, খুলনা জেলা দল, রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ ফুটবল একাডেমি, কুষ্টিয়া জেলা দল, সাতক্ষীরা জেলা ফুটবল দল, যশোর জেলা ক্রীড়া সংস্থা, শুভ সকাল চুয়াডাঙ্গা, টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাব, মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র।

৭ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

শুক্রবার বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রী মোস্তাফা কামাল প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
 
উদ্বোধনী খেলায় আ হ ম আছাদুজ্জামান ফুটবল একাডেমি ও খুলনা জেলা দল মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।