ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

প্রথম রাউন্ডের পর ২৫তম সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
প্রথম রাউন্ডের পর ২৫তম সিদ্দিকুর ছবি:সংগৃহীত

প্রথম রাউন্ডের পর রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে ২৫তম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন সিদ্দিকুর রহমান। এ সময় বাংলাদেশের সেরা গলফার পারের চেয়ে তিন শট কম খেলেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৫তম হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সিদ্দিকুর। ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন তিনি।

অস্ট্রেলিয়ার স্কট বার ও যুক্তরাষ্ট্রের মিকাহ লরেন সিন পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এ টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।