ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মাগুরায় পৃথক ক্রিকেট একাডেমি স্থাপন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
মাগুরায় পৃথক ক্রিকেট একাডেমি স্থাপন করা হবে বক্তব্য রাখছেন আ হ ম মুস্তফা কামাল এমপি

মাগুরা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, সাকিব, মাশরাফি, মুস্তাফিজের জেলায় পৃথক তিনটি ক্রিকেট একাডেমি স্থাপন করা হবে।

মাগুরায় ক্রিকেট একাডেমি স্থাপনের বিষয়টি অনেক দূর এগিয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিতে জনসভায় আরো বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লইলা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, উন্নয়নের দিক দিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড, মালয়েশিয়ার মত দেশে পরিণত হবে। ৩০ সালের মধ্যে দেশে জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। দেশের ছেলেরা রোবট তৈরি করবে।

মাগুরার কৃতি সন্তান অ্যাড. সাইফুজ্জামান শিখর পরিকল্পনামন্ত্রীর কাছে বিভিন্ন উন্নয়নের দাবি তুলে ধরেন, জবাবে মন্ত্রী মুস্তাফা কামাল মাগুরা রেল লাইন, স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, নদী খনন, হাইওয়ে সড়কে ওভার ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।