ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সাভারে অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
সাভারে অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আশু‌লিয়া, সাভার: সাভার গলফ ক্লাবে চার দিনব্যাপী নবম অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭ শেষ হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আশু‌লিয়ার সাভার গলফ ক্লাবের হাউজ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাভার সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাহউদ্দিন।  

এর আ‌গে সকা‌লে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে দেশি-বিদেশি তিন শতাধিক গলফার অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চিফ অপারেশন অফিসার অ্যাপেক্স ফুট ওয়্যার লিমিটেডের রাজন পিল্লাই। এছাড়াও সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেক ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।  

১৮ হোলে জুনিয়র উইনার হয়েছেন- মাস্টার রাজিন মোর্শেদ, লেডিস উইনার মিসেস শাহীন মাহবুবা, সিনিয়র উইনার, লে. কর্নেল নাসির আহম্মেদ (অব.) সুপার সিনিয়র উইনার, মো. আবদুর রাজ্জাক ভ্যাটান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গির কবীর (অব.) চ্যাম্পিয়ন, মেজর তানভীর।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।