ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি বুলবুল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি বুলবুল

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলে সর্বসম্মতিতে নুরুল ফজল বুলবুলকে আগামী ২ বছরের জন্য সভাপতি  নির্বাচিত করা হয়। এছাড়া ইন্ডিয়ান হ্যান্ডবলের সর্বভারতীয় সেক্রেটারি এস পান্ডেকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলংকার হ্যান্ডবল ফেডারেশনের প্রেসিডেন্টরা অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়াও নুরুল ফজল বুলবুল সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় বিপুল ভোটে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের ‘আরবিট্রেশন কমিশন’ নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।