ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

টসে জিতে ব্যাটিংয়ে মিরাজের রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
টসে জিতে ব্যাটিংয়ে মিরাজের রাজশাহী ছবি: সোহেল সরওয়ার

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয়বার মুখোমুখি রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

সাত দলের চলতি বিপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে আছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। ১০ ম্যাচ জিতে ৬টিতে জয় পায় দলটি।

অপরদিকে একই সংখ্যক ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে রাজশাহী। তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথম দেখায় রাজশাহীর কাছে হারে রংপুর।  

রংপুর রাইডার্সের একাদশ:

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।

রাজশাহী কিংসের একাদশ:

জেসন চার্লস, সৌম্য সরকার, লরি ইভান্স, ক্রিস্টিয়ান জঙ্কার, ফজলে মাহমুদ, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আরাফাত সানী, কাইস আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।