ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার দিল বাংলাদেশ প্রতিদিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার দিল বাংলাদেশ প্রতিদিন কুইজের পুরস্কার দিল বাংলাদেশ প্রতিদিন

বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের বহুল প্রচারিত সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন। শনিবার (০৯ ফ্রেব্রুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠের নির্বাহী সাম্পাদক মোস্তাফা কামাল, বাংলানিউজের এডিটর জুয়েল মাজহার, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কর্মকর্তারা।

এছাড়াও শফিকুল ইসলাম মানিক, সাইফুল বারী টিটু, স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরাসহ দেশের সাবেক ফুটবলাররাও উপস্থিত ছিলেন।  

এসময় নঈম নিজাম বলেন, পাঠকদের জন্য প্রতিবারই এধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন।
 ...
রয়েল টাইগার-বাংলাদেশ প্রতিদিনের কুইজ প্রতিযোগিতার প্রথম পর্বের প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট জিতেছেন যুবরাজ। দ্বিতীয় পুরস্কার হিসেবে ১টি এলইডি ৩২ ইঞ্চি টিভি পেয়েছেন সামিয়া আর তৃতীয় পুরস্কার হিসেবে ১২সিএফটি ফ্রিজ জিতেছেন শওকত।
 
দ্বিতীয় পর্বের কুইজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট জিতে নিয়েছেন এম এ হামিদ। দ্বিতীয় পুরস্কার ১টি এলইডি ৩২ ইঞ্চি টিভি পেয়েছেন কবির হোসেন আর তৃতীয় পুরস্কার হিসেবে ১২সিএফটি ফ্রিজ পেয়েছেন সুরাইয়া আক্তার।
 
পুরস্কার দেয়ার পরে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি ও এস আই টুটুল।
 
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
 
আরএআর/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।