ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আন্তঃজেলা ভারোত্তোলনে কিশোরগঞ্জে ৩ স্বর্ণসহ ৮ পদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আন্তঃজেলা ভারোত্তোলনে কিশোরগঞ্জে ৩ স্বর্ণসহ ৮ পদক

কিশোরগঞ্জ: আন্তঃজেলা ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি স্বর্ণসহ আটটি পদক জিতেছে কিশোরগঞ্জ জেলা দল।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

বালিকা ৪৯ কেজি ওজনে স্বর্ণ জেতেন কিশোরগঞ্জ জেলার মার্জিয়া আক্তার ইকরা। দ্বিতীয় হন একই জেলার ফারজানা আক্তার রিয়া। ৭৬ কেজি ওজনে স্বর্ণ জিতেছেন কিশোরগঞ্জের রামিম আক্তার উর্মি। বালক বিভাগে ৫৫ কেজি ওজনে স্বর্ণ জিতেছেন তোফায়েল আহমেদ। এছাড়া দ্বিতীয় হয়েছেন আতাউর রহমান ও মারুফ রহমান। তৃতীয় হয়েছেন আব্দুর রহমান ও রবিন মিয়া।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন সবুজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।