ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ময়মনসিংহে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ময়মনসিংহে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা

ময়মনসিংহ: ময়মনসিংহে তিনদিনব্যাপী আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা ২০১৮-২০১৯’র জোন পর্যায়ের খেলা শুরু হয়েছে। এতে জেলার ১০টি দল অংশ নেয়।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের লেডিস ক্লাবে এর উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

এসময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, এস এ নেওয়াজীসহ জেলা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।