ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ঢাকা হাফ ম্যারাথন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ঢাকা হাফ ম্যারাথন অনুষ্ঠিত

ঢাকা: ‘ঢাকা হাফ ম্যারাথন ২০১৯’ নামক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১ হাজার ২০০ এর বেশি প্রতিযোগী অংশ নেন।

বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার উদ্দেশেই ‘ঢাকা রান লর্ডস’ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।  

প্রতিযোগিতাটি হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার) এবং মিনি ম্যারাথন (৭ কিলোমিটার) এ দুই বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।

হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে থেকে দৌড় শুরু করেন। হাতিরঝিল এক্সপ্রেসওয়েতে তিন বার ঘুরে এসে তাদের নির্ধারিত ২১ দশমিক ১ কিলোমিটার শেষ করেন। তাদের জন্য নির্ধারিত সময় ছিল তিন ঘণ্টা।  

হাফ ম্যারাথন শুরু হওয়ার ১৫ মিনিট পরে শুরু হয় মিনি ম্যারাথন। এ বিভাগের অংশগ্রহণকারীরা হাতিরঝিল এক্সপ্রেসওয়ে একবার ঘুরে এসে তাদের জন্য নির্ধারিত সাত কিলোমিটার দৌড় শেষ করেন। এর জন্য নির্ধারিত সময় ছিল এক ঘণ্টা।

হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন যথাক্রমে- মাহফুজুল হক (১:২৪), মাহবুবুর রহমান (১:২৮) ও মো. সাজ্জাদ হোসেইন (১:২৯)। মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন যথাক্রমে- জেন ক্রাওডার (১:৪৯:৪৮), লিসা পেটজাল (১:৫৩:১৫) ও লিনা লি (২:০২:০৭)।

মিনি ম্যারাথনের পুরুষ বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন যথাক্রমে- মীর রাসেল (৩০:২২), প্রভাত চৌধুরী (৩০:৩০) ও সোহেল রানা সোহেল (৩১:৪১)। মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন যথাক্রমে- ম্যারিয়ানা ইগন্যাট ক্রিস্টিনা (৩৯:৪০) নেদা সাকিব’স (৪৭:৫০) ও আনিসা তাসমিয়া করিম (৪৭:৫৫)।  

অনুষ্ঠানটির মূল স্পন্সর ছিল নেসলে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘নিডো’। এছাড়া কো-স্পন্সর ছিল এপেক্স ফুটওয়্যারের ‘স্প্রিন্ট’ এবং গোল্ড স্পন্সর হিসেবে ছিল গ্লোরিয়া জিন্স কফি, সাফোলা ও পোলার আইসক্রিম।  

অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশন। কমিউনিটি সহযোগী হিসেবে ছিল বিডিরার্নাস। এছাড়া সাপোর্টিং পার্টনার হিসেবে ছিল গারমিন, অফিসিয়াল রেডিও পার্টনার স্পাইস এফএম ৯৬.৪, ফুড পার্টনার স্পাইস কেটারিং এবং হাইড্রেশন পার্টনার আইসোটনিকস।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির। এছাড়া আয়োজক এবং স্পন্সরকারী প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ৩৮ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।