ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

সাভার (ঢাকা): সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ষষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯। এ প্রতিযোগিতা চলবে ২৪ মার্চ পর্যন্ত।

শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টায় সাভার গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মো. শিব্বির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রুপের বিভাগীয় প্রধান (খেলাধুলা) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তারা।

সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো  রেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস, জুনিয়র ও সাব জুনিয়র। ৭টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।