ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন

ঢাকা: এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রফি উন্মোচন করেন।  

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকি, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রণ হক শিকদার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, ফরিদুদ্দিন খান রুমী, এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট পরিচালক মি. চকচাই বুনপ্রাসার্ট এবং বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুরের সহযোগিতায় আগামী ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।